প্রশ্ন : আজটেক সভ্যতায় চিত্রকলা , স্থাপত্য ও ভাস্কর্যের কীরূপ নিদর্শন পাওয়া যায় ?
উত্তর : ১৬ শতকে স্পেনীয়রা যখন আজটেক অঞ্চলে প্রবেশ করে তখন তারা আজটেকদের শিল্প নিদর্শন দেখে বিস্মিত হয় । আজটেকরা বিচিত্র রং - এ মৃৎপাত্রের বুকে ছবি আঁকত । এসব ছবির মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছিল ফুল , লতাপাতা ও পশুচিত্র । তবে সর্বাধিক আকর্ষিত দৃষ্টান্ত হল আজটেকদের পিরামিড । টেনোকটিটলান নগরীতে এধরণের ঐশ্বর্যশালী পিরামিড ও ধর্মমন্দিরের নিদর্শন পাওয়া যায় । শাসক ও অভিজাতদের মূর্তি নির্মাণ করা হতো ।