প্রশ্নঃ আজীবিক ধর্ম কী ?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মমত হিসেবে বৌদ্ধ ও জৈন ধর্মের পাশাপাশি যে অসংখ্য ধর্মমতের আবির্ভাব ঘটেছিল , তার মধ্যে অন্যতম ছিল , আজীবিক ধর্ম । এরা ছিলেন অদৃষ্টবাদী ও নিয়তি নির্ভর । ব্যক্তির ইচ্ছাশক্তি এদের কাছে মূল্যহীন বলে মনে হত । আজীবিক ধর্মের প্রবর্তক ছিলেন গোসাল ।