প্রশ্ন : ক্রীতদাসদের শ্রেণী বিভাজন কেমন ছিল ?
উত্তর : গ্রীসের ক্রীতদাস শ্রেণীর দুটি ভাগ ছিল । যথা ভূমিদাস শ্রেণী ও শিল্পে নিযুক্ত ক্রীতদাস । ভূমিদাস শ্রেণী প্রভূ বা মালিকের জমিতে কাজ করত । আর অধীক সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন শিল্পে নিযুক্ত হত । তেমনি অনেক সময় ভাড়াটে ক্রীতদাসও গ্রীসে পাওয়া যেত ।