Subscribe Us

গ্রীক সমাজের ক্রীতদাসদের কাজ কী ছিল

প্রশ্ন : গ্রীক সমাজের ক্রীতদাসদের কাজ কী ছিল ?

উত্তর : ক্রীতদাসরা গ্রীক সমাজে বিভিন্ন ধরনের কাজ করত । যেমন- তারা গৃহস্থের বাড়ির সমস্ত প্রকার কাজ করত তেমনি বেকারি শিল্প ও বয়ন শিল্পের কাজ করত । এছাড়া ক্রীতদাসরা সারা বৎসর প্রভুর জমিতে শস্য উৎপাদন ছাড়াও দেশের প্রয়োজনে যুদ্ধেও অংশ গ্রহণ করত ।