প্রশ্ন : প্রাক্ - ঐতিহাসিক সম্পর্কে কী জান ?
উত্তর : প্রাক্ - ঐতিহাসিক ( Pre - History ) শব্দটির আক্ষরিক অর্থ হল — ইতিহাসের পূর্বে । এই যুগের গুরুত্বপূর্ণ উপাদান হল বিভিন্ন ধরনের হাতিয়ার , ধ্বংসাবশেষ , জীবাশ্ম , নরকঙ্কাল , সমাধিক্ষেত্র , মানুষের বাসস্থান ইত্যাদি । ১৮৬৩ খ্রীষ্টাব্দে প্রাগৈতিহাসিক সভ্যতার হাত কুঠার ( Hand Axe ) আবিষ্কার করেন ভারত সরকারের জিওলজিক্যাল সার্ভের কর্মরত ব্রুস ফ্রুট ( Bruce Frute ) । এজন্য তাকে ‘ প্রাগৈতিহাসিক প্রত্নতত্বের জনক ' বলা হয় ।