প্রশ্নঃ কোন কোন সমভূমি অঞ্চল দখলকে কেন্দ্র করে প্রাচীন ভারতে সংঘর্ষ দেখা দিয়েছিল ?
উত্তর : সিন্ধু - গঙ্গা - যমুনা দোয়ার অঞ্চলের ঊর্বর কৃষি অঞ্চল দখল করার জন্য এবং দক্ষিণ ভারতের কৃষ্ণা - তুঙ্গভদ্রা নদীর মধ্যস্থলে অবস্থিত রায়চুর দোয়াব অঞ্চল দখলের জন্য বার বার যুদ্ধ হয়েছিল ।