Subscribe Us

নেগ্রিটো জনগোষ্ঠীর বৈশিষ্ট্য কী ছিল

প্রশ্নঃ নেগ্রিটো জনগোষ্ঠীর বৈশিষ্ট্য কী ছিল ? 

উত্তর : নেগ্রিটো শ্রেণীর মানুষরা শ্যাম বর্ণ , নাক চ্যাপ্টা , ঠোঁট পুরু , মাথার চুল কোঁকড়ানো এবং খর্বাকৃতি হয় । বর্তমানে ভারতে নেগ্রিটোদের সংখ্যা খুবই কম । আন্দামানে , নাগা জাতির মধ্যে এদের কিছুটা দেখা যায় ।