Subscribe Us

বুদ্ধদেব কাদের প্রথম বৌদ্ধধর্মের স্বরূপ ব্যাখ্যা করেছিলেন

প্রশ্ন : বুদ্ধদেব কাদের প্রথম বৌদ্ধধর্মের স্বরূপ ব্যাখ্যা করেছিলেন ? 

উত্তর : বুদ্ধদেব ঋষিপত্তনে ( বর্তমান সারনাথ ) সর্বপ্রথম তাঁর ললিতবাণী প্রচার করেছিলেন । শ্রোতারা হলেন – বপ্য , ভদ্রিয় , অশ্বজিৎ , মহানাম ও কৌন্ডিণ্য এই পাঁচ প্রাক্তন সতীর্থ ।