Subscribe Us

ট্রাইব কুরিয়ে ও কুরিয়েট অ্যাসেমব্লি কী

প্রশ্ন : ট্রাইব , কুরিয়ে ও কুরিয়েট অ্যাসেমব্লি কী ?

উত্তর :→রোমের প্রথম রাজা রোমুলাস শাসনকার্যের সুবিধার জন্য তার অধিকৃত অঞ্চলে ট্রাইব ও কুরিয়ে নামক দুইটি সংগঠন তৈরি করেছিলেন । তিনি রোমের অধিবাসীদের জাতিগত দিক দিয়ে তিনটি ট্রাইবে বিভক্ত করেছিলেন — লাতিন ( র‍্যামনেস ) , সাবিনে ( টিটিসে ) ও লুসেরে ( ইটুস্ক্যান ) । প্রত্যেক জাতি তার সদস্যদের নিয়ে গঠন করত একটি করে ট্রিবিউন বা সভা । এই সভা তার সদস্যদের শাসন করত ।

রোমুলাস প্রত্যেক ট্রাইবকে দশটি ভাগ করে মোট ত্রিশটি কুরিয়ে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন । এই সংগঠনের কেন্দ্রে ছিল কুরিয়ে সভা যা তার সদস্যদের নিয়ে গঠিত হতো ।

 আর ত্রিশটি কুরিয়ে মিলিতভাবে গঠন করত কুরিয়েট অ্যাসেমব্লি নামে একটি কমিটি ।