প্রশ্নঃ ‘ দ্বাদশ অঙ্গ ’ ও ‘ দ্বাদশ উপ - অঙ্গ ’ কী ?
উত্তরঃ জৈনধর্মের নীতিগুলি প্রথমে মৌখিকভাবে প্রচলিত ছিল । এই নীতিগুলি সংকলন করার উদ্দেশ্যে পাটলিপুত্রে এক জৈনসভা আহ্বান করা হয়েছিল । বিচার বিবেচনার পর এই সভায় ১২ টি অনুশাসন গ্রহণ করা হয় । এদের বলা হয় ‘ দ্বাদশ অঙ্গ ’ । পরে বলভীতে আরেকটি সভা আহূত হয়েছিল । যেখানে আরও অতিরিক্ত ১২ টি অনুশাসন সংযোজন করা হয়েছিল । এগুলি ‘ দ্বাদশ উপ - অঙ্গ ’ নামে পরিচিত ।