Subscribe Us

বৌদ্ধ ধর্মে মূল নীতিগুলি কী ছিল

প্রশ্নঃ বৌদ্ধ ধর্মে মূল নীতিগুলি কী ছিল ? 

উত্তরঃ বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ । বাস্তববাদী বৌদ্ধধর্ম এক পবিত্র জীবন ধারনের নির্দেশ মাত্র । বুদ্ধদেবের মতে , মানুষের যাবতীয় দুঃখকষ্ট অজ্ঞতা ও লোভ থেকে জন্মলাভ করে । সৎ কাজের দ্বারা আত্মার উন্নতি সাধন করে মানুষ এই দুঃখকষ্টের হাত থেকে মুক্তি পেতে পারে । আত্মার এই মুক্তিকে নির্বাণ বলা হয় এবং নির্বাণ লাভের উপায় হিসাবে বুদ্ধদেব আটটি উপায়ের কথা প্রচার করেন । এইগুলো ' অষ্টাঙ্গিক মার্গ ' নামে পরিচিত । এই আটটি উপায় হল — সৎ বাক্য , সৎ কর্ম , সৎ সঙ্কল্প , সৎ চেষ্টা , সৎ জীবন , সৎ বিষয় চিত্তা , সমান দৃষ্টি ও আন্তরিক ধ্যান । অহিংসা , সত্যবাদিতা , ব্রহ্মচর্য , অনাসক্তি , চুরি না করা , পরনিন্দা না করা , ঐশ্বর্য ত্যাগ করা , পশুবলি না দেওয়া প্রভৃতি বৌদ্ধধর্মের অন্যান্য রীতি ।