প্রশ্নঃ বৌদ্ধ ও জৈন ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কোথায় ?
উত্তর : সাদৃশ্য : ( 1 ) হিন্দুরা যেমন জন্মান্তর ও কর্মফলে বিশ্বাসী তেমনি বিশ্বাসী বৌদ্ধ ও জৈনরা ।
( 2 ) বৌদ্ধ ও জৈনরা যে সংসার ত্যাগ করে সন্ন্যাসী জীবন গ্রহণের আদর্শ তুলে ধরেছিল তা হিন্দু ধর্মীয় চিন্তাধারা থেকে পৃথক নয় ।
বৈসাদৃশ্য : ( ১ ) বৌদ্ধ ও জৈনধর্ম বেদের অপৌরুষেতা স্বীকার করেনি , কিন্তু হিন্দু ধর্ম তা স্বীকার করে ।
( ২ ) হিন্দুধর্মে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয়েছে কিন্তু এই দুই ধর্মে তা স্বীকার করা হয় না ।