প্রশ্ন : স্পার্টার রাজতন্ত্রের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর ।
উত্তর : প্রাচীন গ্রীসে অন্যান্য রাজতন্ত্র লোপ পেলেও স্পার্টাতে তা প্রচলিত ছিল । স্পার্টার রাজতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল—
( ক ) স্পার্টাতে দ্বৈত রাজতন্ত্র প্রচলিত ছিল ।
( খ ) রাজারা বংশানুক্রমিকভাবে সামরিক বাহিনীর সেনাধ্যক্ষ ছিলেন ।