Subscribe Us

প্রায় ঐতিহাসিক যুগ ( Proto - History ) সম্পর্কে কী জান

প্রশ্ন : প্রায় ঐতিহাসিক যুগ ( Proto - History ) সম্পর্কে কী জান ?

উত্তর :  ভারতের ক্ষেত্রে প্রায় ঐতিহাসিক যুগের সূচনা ঘটে ধাতু ব্যবহারের সময়কাল থেকে এবং এর সমাপ্তি ঘটে লৌহ - যুগের সূচনাকালে । এই সময়কালে মানুষ লিখতে জানলেও তা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি । এই যুগের গুরুত্বপূর্ণ উপাদান হল মাটির পাত্র , বাড়িঘর , শস্যাগার , লেখমালা ইত্যাদি । এই যুগের উল্লেখযোগ্য উদাহরণ হল – মেহেরগড় ও হরপ্পা সভ্যতা ।