প্রশ্নঃ বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্য কোথায় ?
উত্তরঃ বৌদ্ধ ও জৈন ধর্ম উভয়ই—
( ১ ) ব্রাহ্মণ্য ধর্মের কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল ,
( ২ ) উভয়ধর্ম বেদের অপৌরুষেতা স্বীকার করে না ,
( ৩ ) উভয় ধর্মই জন্মান্তরবাদ ও কর্মফলবাদ স্বীকার করেছিল
( 8 ) উভয় ধর্মের উদ্ভাবকরা ছিলেন ক্ষত্রিয় বংশোদ্ভূত
( ৫ ) উভয় ধর্মই সৎ জীবনধারা , সহনশীলতা ও অহিংসাকে ধর্মপালনের প্রধান পথ বলে মনে করত ।