প্রশ্নঃ ‘ মহাপরিনির্বাণ ’ কী ? সিংহলীয় মতে , বুদ্ধের মহাপরিনির্বাণের তারিখ কত ?
উত্তরঃ বুদ্ধের মৃত্যুকে বৌদ্ধধর্মশাস্ত্রে ‘ মহাপরিনির্বাণ বলা হয় । সিংহলীয় মতে , বুদ্ধের মৃত্যুর ২১৮ বছর পরে অশোক সিংহাসনে বসেন । অশোকের অভিষেকের সময় ছিল ২৬৯ অব্দ । সুতরাং ২৬৯ + ২১৮ = ৪৮৭ খ্রিস্টপূর্ব বুদ্ধের দেহত্যাগের কাল । অবশ্য মহাবংশ ও দ্বীপবংশ অনুসারে ৫৪৪ খ্রিস্টপূর্ব ছিল বুদ্ধের দেহত্যাগের বছর । প্রথম মতটি অধিকাংশ ব্যক্তি গ্রহণ করেছে ।