প্রশ্ন : এথেন্সকে গ্রীসের শিক্ষা মন্দির বলে কে , কেন অভিহিত করেন ?
উত্তর : এথেন্সকে গ্রীসের শিক্ষামন্দির বলে অভিহিত করেন পেরিক্লিস । গ্রীসের বিভিন্ন জায়গার পণ্ডিত ব্যক্তিরা এথেন্সে সমবেত হতেন । এবং পেরিক্লিসের সহায়তায় তারা এথেন্সকে বিদ্যাচর্চার প্রধানকেন্দ্র হিসাবে গড়ে তোলেন । এই পণ্ডিতব্যক্তিদের কাছে শিক্ষালাভের জন্য শিক্ষার্থীরা গ্রীসের বিভিন্ন প্রান্ত থেকে এথেন্সে চলে আসত । সেইজন্য পেরিক্লিস এথেন্সকে গ্রীসের শিক্ষামন্দির বলে অভিহিত করেন ।