প্রশ্ন : প্রাচীন গ্রীক সমাজে ক্রীতদাসদের স্থান কীরূপ ছিল ।
উত্তর : আক্ষরিক দিক থেকে ক্রীতদাসদের মানুষ হিসাবে অভিহিত করা হলেও গ্রীক সমাজে ক্রীতদাসদের কোন স্থান বা মূল্য ছিল না । দাসদের ক্রয় বিক্রয় করা হত এবং সমাজে তারা বিভিন্ন দ্রব্যের সমতুল্য ছিল ।