প্রশ্নঃ ‘ তীর্থঙ্কর ’ বলতে কী বোঝ ?
উত্তরঃ আক্ষরিক অর্থে তীর্থঙ্কর শব্দের অর্থ মুক্তিলাভের তীর্থ বা পথ প্রদর্শনকারী ধর্মপ্রচারক । জৈনধর্মে এই গুণসহ চব্বিশজন বিশেষ সাধক আবির্ভূত হয়েছিলেন । এই সাধকেরা ‘ তীর্থঙ্কর ' নামে পরিচিত ছিল ।
প্রশ্নঃ ‘ তীর্থঙ্কর ’ বলতে কী বোঝ ?
উত্তরঃ আক্ষরিক অর্থে তীর্থঙ্কর শব্দের অর্থ মুক্তিলাভের তীর্থ বা পথ প্রদর্শনকারী ধর্মপ্রচারক । জৈনধর্মে এই গুণসহ চব্বিশজন বিশেষ সাধক আবির্ভূত হয়েছিলেন । এই সাধকেরা ‘ তীর্থঙ্কর ' নামে পরিচিত ছিল ।
ইতিহাস
সার্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভৌগোলিক এলাকাভুক্ত দেশ…