প্রশ্নঃ প্রোটো অস্ট্রোলয়েড জনগোষ্ঠী কাদের বলা হয় ?
উত্তর : ভারতের পার্বত্য ও অরণ্য অঞ্চলে বসবাসকারী কোল , ভিল , সাঁওতাল , মুণ্ডা , ভূমিজ প্রভৃতি সম্প্রদায়ের মানুষ এই গোষ্ঠীভূক্ত । এদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য হল প্রশস্ত নাসিকা , কৃষ্ণবর্ণ এবং খর্বাকৃতি ।