Subscribe Us

বৌদ্ধধর্মের নির্বাণ বলতে কী বোঝানো হয়েছে || অথবা বৌদ্ধধর্মের চরম লক্ষ্য কী

প্রশ্ন : বৌদ্ধধর্মের ‘ নির্বাণ ' বলতে কী বোঝানো হয়েছে ? অথবা , বৌদ্ধধর্মের চরম লক্ষ্য কী ? 

উত্তরঃ বৌদ্ধধর্মের চরম লক্ষ্য হল ' নির্বাণ ' লাভ করা । বুদ্ধদেবের মতে , ব্যক্তি কর্মফল অনুযায়ী বারবার পৃথিবীতে জন্মলাভ করে অশেষ দুঃখ - কষ্ট ভোগ করে । জন্ম - মৃত্যুর এই চক্র থেকে নিষ্কৃতি লাভ করাই নির্বাণ লাভ । নির্বাণ • লাভের মাধ্যমে কোন ব্যক্তি এই পৃথিবীর দুঃখ - কষ্টের কবল থেকে রেহাই পায় এবং চরম আনন্দ লাভ করে ।