Subscribe Us

কে রোমে খ্রিস্টান ধর্মের সূচনা করেছিলেন || মিলনের আদেশ কবে দাবী করা হয়েছিল

প্রশ্ন : কে রোমে খ্রিস্টান ধর্মের সূচনা করেছিলেন ? ‘ মিলনের আদেশ ' কবে দাবী / করা হয়েছিল ?

উত্তর : রোমান সম্রাট কনস্টাইন দ্য গ্রেট বা ‘ মহান কনস্টানটাইন ' ( ৩০৬-৩৩৭ সাল ) রোমে খ্রিস্টান ধর্মের সূচনা করেছিলেন । মিলনের আদেশ ’ ৩১৩ সালে জারী করা হয়েছিল । যা ১০ বছর পরে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান ধর্মের সূচনা করেছিল এবং রোমান সাম্রাজ্যের সরকারী ধর্ম হয়ে উঠেছিল ।