Subscribe Us

প্রাচীন যুগের রোমের ইতিহাসকে কী কী ভাগে বিভক্ত করা হয়

প্রশ্ন : প্রাচীন যুগের রোমের ইতিহাসকে কী কী ভাগে বিভক্ত করা হয় ?

উত্তর : প্রাচীন যুগের রোমের ইতিহাসকে তিন ভাগে বিভক্ত করা হয় — রোম রাজ্য ( Roman Kingdom ) , প্রজাতান্ত্রিক রোম বা রোমক প্রজাতন্ত্র ( Roman Republic ) ও রোম সাম্রাজ্য ( Roman Empire ) । রোম রাজ্যর সময়কাল ছিল ৭৫৩ থেকে ৫০৯ খ্রিস্টপূর্বাব্দ , প্রজাতান্ত্রিক রোমের ৫০৯ থেকে ২৭ খ্রিস্টপূর্বাব্দ ও রোম সাম্রাজ্যের ২৭ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৭৬ খ্রিস্টাব্দ ।