প্রশ্ন : ইন্টেরেগনাম ( Interregnum ) ও ইন্টেরেক্স ( Interrex ) কী ?
উত্তর :→ রোম রাজ্যে এক রাজার মৃত্যু ও পরবর্তী রাজা নির্বাচিত হওয়ার মধ্যের সময়কে বলা হতো ইন্টেরেগনাম ।
→ রাজার মৃত্যুর পর সেনেট তার এক সদস্যকে পরবর্তী রাজার নাম মনোনীত করার দায়িত্ব অর্পণ করত । এই ব্যক্তিকে বলা হতো ইন্টেরেক্স ।