প্রশ্নঃ আট্টিরাপাক্কাম ও আদমগড় সম্বন্ধে কি জান ?
উত্তর : মাদ্রাজ সংস্কৃতির নিদর্শন স্বরূপ যে সমস্ত অস্ত্র পাওয়া গেছে তার অধিকাংশই ছিল মাদ্রাজের নিকট আট্টিরাপাক্কাম অঞ্চলের , প্রাপ্ত অস্ত্র সমূহের মধ্যে অধিক সংখ্যায় হাত - কুঠার ও পাথরের কিছু অস্ত্রের সন্ধান মিলেছে । পুরাপ্রস্তর যুগের অপর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মির্জা উপত্যকার আদমগড়ের পাহাড়ি অঞ্চল । এখানেও আট্টিরাপাক্কামের মতো হাত - কুঠার ও পাথর নির্মিত অস্ত্র পাওয়া গেছে ।