Subscribe Us

চিত্রিত ধূসর মৃৎপাত্র সংস্কৃতি কী

প্রশ্নঃ চিত্রিত ধূসর মৃৎপাত্র সংস্কৃতি কী ? 

উত্তর : মূলত ১১০০-৬০০ খ্রিষ্টপূর্বাব্দের সময়কালে পাঞ্জাব , দিল্লী , উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানকে কেন্দ্র করে এই সংস্কৃতির বিকাশ ঘটেছিল । এই পর্বে পাত্রগুলি ধূসরবর্ণের হত । এবং সেখানে কালো বিন্দু দিয়ে চিত্রিত হত । এই পাত্রগুলিকে কুমোরের চাকায় তৈরি করে আগুনে পোড়ানো হত । সেই সংস্কৃতি চিত্রিত ধূসর মৃৎপাত্র সংস্কৃতি নামে পরিচিত ।