Subscribe Us

কমলা দাশ গুপ্ত – নারী বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামের এক সাহসিনী নাম

কমলা দাশ গুপ্ত – নারী বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামের এক সাহসিনী নাম

কমলা দাশ গুপ্ত – নারী বিপ্লবী ও জেলবন্দি সংগ্রামী

কমলা দাশ গুপ্ত ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সাহসী নারী বিপ্লবী, যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে। তিনি নারী সমাজকে জাগ্রত করতে এবং বিপ্লবী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

👶 জন্ম ও শিক্ষাজীবন

কমলা দাশ গুপ্ত জন্মগ্রহণ করেন ১১ মার্চ ১৯০৭ সালে, পশ্চিমবঙ্গের এক শিক্ষিত পরিবারে। তিনি বেথুন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই দেশপ্রেমিক মনোভাব ও আত্মবিশ্বাস তার মধ্যে প্রবল ছিল।

🔥 বিপ্লবী কর্মকাণ্ড

তিনি প্রথমে \"চক্রবাক\" নামের এক গোপন মহিলা বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন। পরে জুগান্তর বিপ্লবী দলের সদস্য হিসেবে কাজ করেন। বোমা বহন, লিফলেট বিতরণ এবং বিপ্লবীদের নিরাপদ আশ্রয় দেওয়ার কাজ করতেন।

১৯৩৩ সালে তিনি ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন। বহু বছর কারাবন্দি অবস্থায় কাটান। জেলে তিনি নারী বন্দিদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন এবং তাদের শিক্ষা দিতেন।

📚 সমাজসেবা ও পরবর্তী জীবন

কারামুক্তির পর তিনি নারী শিক্ষার প্রসারে কাজ করেন। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি আত্মনির্ভর নারী সমাজ গড়ে তোলার জন্য সংগ্রাম চালিয়ে যান।

⚰️ মৃত্যু

এই বিপ্লবী নারী ১৯ জুলাই ২০০০ সালে মৃত্যুবরণ করেন। তার জীবন আজও আমাদের সাহস, সংগ্রাম ও দেশপ্রেমের প্রেরণা দেয়।